আরাকান রাজসভার পৃষ্ঠপোষকতায় রচিত কাব্যধারার প্রধান দুজন কবির পরিচয় দাও ও তাঁদের কাব্যের নাম ও বৈশিষ্ট্য লিপিবদ্ধ করো। কীসে তাদের স্বতন্ত্র ধরা পড়েছে দেখাও।








 📚 আরাকান রাজসভার পৃষ্ঠপোষকতায় রচিত কাব্যধারার প্রধান দুজন কবির পরিচয় দাও ও তাঁদের কাব্যের নাম ও বৈশিষ্ট্য লিপিবদ্ধ করো। কীসে তাদের স্বতন্ত্র ধরা পড়েছে দেখাও।



🔴ভূমিকা:-


সপ্তদশ শতাব্দীতে বাংলাদেশ থেকে সুদূর আরাকান রাজসভায় কয়েকজন মুসলমান কবি বাংলা কাব্য সৃষ্টি করেন। আরাকানের মগ জাতি বৌদ্ধ ধর্মাবলম্বী, তাঁদের রাজারাও ছিলেন মগজাতীয় বৌদ্ধ। তাঁদের উৎসাহ ও পৃষ্ঠপোষকতায় কয়েকজন মুসলমান গতানুগতিকতা ভঙ্গ করেন। পঞ্চদশ শতকে রাষ্ট্রিক বিপর্যয়ে বাংলা ও চট্টগ্রামের মধ্যে যে সম্পর্কের সূত্রপাত ঘটে, তা সপ্তদশ শতক পর্যন্ত চট্টগ্রামে প্রচলিত বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক মানসধর্মে পরিণতি লাভ করে। এই মানস সংস্কারের প্রভাবে শ্রীচন্দ্র সুধর্মার আমলে আরাকান রাজসভায় কবি দৌলত কাজী ও সৈয়দ আলাওলের আবির্ভাব ঘটে।



🔴কবি দৌলত কাজীর ভূমিকা :


আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি দৌলত কাজী। আশরফ খানের
নির্দেশে তিনি ‘সতী ময়না' কাব্য রচনা করেন, দোলত সেই কাব্যকথাকে বাংলা
ভাষায় এক নবরূপ দান করেছেন। প্রাচীন গল্পের উপর কবি নিজের আকাঙ্ক্ষা
ও কল্পনার রঙ লিপ্ত করেছেন। কাব্যটির দুই-তৃতীয়াংশ রচনার পর কবির
দেহত্যাগ ঘটে। পরবর্তী পর্যায়ে দীর্ঘ ৩০ বছর পর সৈয়দ আলাওল কাব্যটিকে
সম্পূর্ণ করেছিলেন।


🔴সতিময় কাব্য:


দৌলত কাজীর ‘সতীময়না' বা 'লোরচন্দ্রাণী' কাব্যখানি তিন খণ্ডে পরিসমাপ্ত। প্রথম খণ্ডকে বলা হয় 'পরিচয় খণ্ড'। এই খণ্ডে কবি কাব্যের নায়ক-নায়িকা পরিচয় সূত্র, তাঁদের বিবাহিত জীবনের ঘটনাবলী এবং দাম্পত্য জীবনের নিষ্কলঙ্কতা অতৃপ্তির পূর্ণ আভাস দিয়েছেন। কাব্যখানির দ্বিতীয় খণ্ডের নাম 'জন্ম-বিরহ খণ্ড। এই খণ্ডের প্রধান নায়িকা ময়নামতীকে পিরহান দগ্ধ করে সোবিতস্বর্ণে পরিণত করেছেন। এই খণ্ডেই ময়নামতীর বিরহ ও তাঁর প্রতি ছাতনের সহস্র প্রলোভনকে উপলক্ষ করে কবির কবিত্বধারা শতমুখে উৎসারিত। তবে ১১ মাস পর্যন্ত শেষ করেই কবির লোকান্তর যাত্রা। তৃতীয় খণ্ড আলাওলের রচনা। এই খণ্ডের নাম ‘মিথুন খণ্ড'। এখানে ময়নার সঙ্গে স্বামী লৌর ও সপত্নী চন্দ্রানীর মিলন ঘটেছে।



🔴কাব্যে প্রাচ্য প্রভাব :



দৌলত কাজীর রচনা অপূর্ণ হলেও তাঁর গুণে বৈশিষ্ট্যে তিনি রোসাঙের শ্রেষ্ঠ কবির মর্যাদায় ধন্য। তার মূলে আছে কবিপ্রাণের সহজ বিশ্বা ও প্রেমানুরক্তির নিবিড়তা। তাঁর কাব্যে বৈষ্ণব পদাবলী, জয়দেব ও কালিদাসে সার্থক প্রভাব দেখা যায়। শব্দালংকার ব্যবহার ও ছন্দ সৃষ্টিতে দৌলত কাজ কাব্যোৎকর্ষের পরিচয় দিয়েছেন। দৌলতের কাব্যে প্রকৃতপক্ষে রোমান্টিক ক্ল্যাসিকাল ধর্মের সুন্দর সমন্বয় ঘটেছে। তবে তাঁর রচনায় মানবীয় দৃষ্টিভঙ্গী প্রেমসঙ্গীতের অখণ্ড তাৎপর্য ধরা না পড়লে এই অসমাপ্ত রচনার মধ্যে তি এক নব যৌবনের ব্যঞ্জনা দিয়েছেন | দৌলতের অপূর্ণ কাব্য সম্পূর্ণ করেছিলে
সৈয়দ আলাওল।



🔴সৈয়দ আলাওলের প্রতিডা:



সৈয়দ আলাওল ত্রিশ বছর পরে দৌলতের ‘সতীময়না' কাব্য সম্পূর্ণ করেছিলেন আরাকানরাজ সান্দ-থু-ধম্মার প্রধানমন্ত্রী সুলেমা নির্দেশে। পরে মাগন ঠাকুরের অনুরোধে ‘পদ্মাবতী', ‘সয়ফুলম বদিউজ্জামাল', 'সুলেমানের নির্দেশে 'তোহফা', সৈয়দ মহম্মদের অনুরো 'সপ্তপয়কর' (হপ্তপয়কর), আরাকানরাজ শ্রীচন্দ্র সুধর্মার আদেশে ‘সেকেন্দারনামা' প্রভৃতি কাব্য লেখেন। 'পদ্মাবতী' আলাওলের শ্রেষ্ঠ কাব্য হিন্দী কবি মুহম্মদ জায়সীর 'পদুমাবৎ' অনুসরণে এটি রচিত। ইতিহাসের সঙ্গে কিছু পরিমাণ কবি কল্পনার মিশ্রণে এই কাব্যের কাহিনী রচিত।


🔴শৈল্পিক রীতি:-



তবে সৃজনশীলতার দিক থেকেও আলাওল দৌলত কাজীর সমতুল্য নন। তবে ধর্মশাসিত ও দৈব শক্তি নিয়ন্ত্রিত মধ্যযুগীয় বাংলা সাহিত্যে মানবাধিকার মহিমা প্রতিষ্ঠায় তিনি দৌলতের মতো এক ঐতিহাসিক মর্যাদা সম্পন্ন কবি। কবি সৈয়দ সুলতান রাধাকৃষ্ণ প্রেমমূলক লোকসঙ্গীতের একজন আরাকানের শ্রেষ্ঠ শিল্পী ছিলেন।
প্রকৃতপক্ষে আরাকানের মুসলমান কবিরা সপ্তদশ শতকে মানব-মানবীর Romantic প্রণয় কাহিনী বাংলা সাহিত্যে রচনা করে ধর্ম নিরপেক্ষ (Secular) মানবতাবাদের মহিমা ঘোষণা করে সৃষ্টির নতুনত্বে বাংলা সাহিত্যের গতানুগতিকতাকে ভেঙ্গে দিয়েছেন।



🔴উপসংহার:


সামগ্রিকভাবে বলা যায় যে, রোসাঙ রাজসভার কবি দৌলত কাজী সৈয়দ আলাওলের চেয়ে শ্রেষ্ঠ। দৌলত কাজী ছিলেন জীবনমননের পরিচায়ক। আলাওলের কাব্যে দৌলত কাজীর মতো মরমীয়া ভাবনার পরিচয় পাওয়া যায় না। আলাওল প্রেমের তথ্য বিশ্লেষণ করেছেন, কিন্তু দৌলত কাজী প্রেমের চরিত্র বিশ্লেষণে নিজ প্রেম সাধনা করেছেন। দৌলত কাজীর কাব্যে মাটির মানুষের জয়গান, আর আলাওলের কাব্যে পাণ্ডিত্যের শুষ্কতা পরিলক্ষিত। তবে দুই কবির কাব্যের মূল বৈশিষ্ট্য হল ধূলি ধূসরিত ধরণীর রক্ত মাংসের মানুষের প্রেম-ভালোবাসা, আশা-আকাঙ্ক্ষার কাহিনী চিত্রায়ণ। এই কারণে তাঁরা ও তাঁদের রচনা বাংলা সাহিত্যে স্মরণীয়।



(আমাদের আরও এরকম নোডস পেতে ওয়েবসাইটে প্রতিনিয়ত ভিজিট করা এবং আরো প্রচুর নোটস দেওয়া রয়েছে বিয়ে সেকেন্ড সেমিস্টারের, আগ্রহী এবং পড়া প্রেমীদের জন্য আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাদর আমন্ত্রণ)


📚চ্যানেল লিংক:-Click Here




Post a Comment

0 Comments