GOURBANGA UNIVERSITY 2023 COMMUNICATIVE BENGALI (GENERAL or HONOURS)Paper Code: BNGM-AEC-2

 



     GOURBANGA UNIVERSITY
                            2023
     COMMUNICATIVE BENGALI            (GENERAL  or HONOURS)
        Paper Code: BNGM-AEC-2
   (For Arts Honours Candidates)


Full Marks:-40, Time 1 Hour


প্রতিটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। বেছে নিয়ে লিখতে হবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি এ বছর পরীক্ষায় আসবে। আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হয় এবং এরকম আরো গুরুত্বপূর্ণ বিষয় জানতে অবশ্যই ফলো

Video link:-https://youtu.be/wfctV_UgtjM




করো এবং কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না।


'এবার ফিরাও মোরে' কবিতায় কবি কোথা থেকে কোথায় ফেরার কথা বলেছেন?


(A) সমুদ্র থেকে পাড়ে
 (C) ইংল্যান্ড থেকে ভারতে
(B) কল্পনা রাজ্য থেকে জগৎ সংসারে 
(D) শিলাইদহ থেকে কলকাতায়


____স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে, সে কখনো শেখেনি বাঁচিতে।'- এই পদ্যাংশটি কোন কবিতার অন্তর্গত?


(A) বাবরের প্রার্থনা
(C) ফুল ফুটুক না ফুটুক
(B) অভিশাপ
(D) এবার ফিরাও মোরে


রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয়— 


(A) ২২ শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ 
(C) ২২ শ্রাবণ, ১৩৪১ বঙ্গাব্দ
(B) ১ শ্রাবণ, ১৩৪০ বঙ্গাব্দ 
(D) কোনোটিই নয়

অভিশাপ' কবিতাটি কবি কাকে উদ্দেশ্য করে লিখেছেন?


 (A) শত্রুপক্ষকে
(C) বাল্যবন্ধুকে
(B)কবি-প্রিয়াকে
(D) ইংরেজদের



অভিশাপ' কবিতায় মোট কয়টি স্তবক আছে?


 (A) ৮টি। (B) ৯ট
 (C) ১০টি। D) ১১টি

ফুল ফুটুক না ফুটুক' কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে তা হল-


(A) যত দূরেই যাই
(B) ফুল ফুটুক
(C) পদাতিক

(D) কাল মধুমাস


এ পাড়ায় তাদের জাতের প্রবেশ নিষেধ।'- কোন জাতের প্রবেশ নিষেধ ?


(ক) টিয়া সম্প্রদায়ের✅
(খ) বেদে সম্প্রদায়ের
(গ) মুসলিম সম্প্রদায়ের
(ঘ) জৈন সম্প্রদায়ের

বাবরের প্রার্থনা' কবিতায় বাবর কার জন্য প্রার্থনা করেছেন?


(A) প্রজাদের জন্য
(B) অসুস্থ পুত্র হুমায়ুনের জন্য
(C) যুদ্ধে জয়লাভের জন্য
(D) নিজের সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্যে


'একাদশী বৈরাগী' গল্পে গোপাল মুখুয্যের ছেলের নাম কি?


(A) বিপিন
(B) অনাথ
(C) আধনাশ
(D) অপূর্ব


'একাদশী বৈরাগী' গল্পে তাড়ি খেয়ে কে স্ত্রীকে প্রহার করেছিল?


(A) দুর্গা ডোম 
(C) একাদশী বৈরাগী
(B) পাঁচকড়ি তেওর
(D) পরাণ বাগদী

মহানগর' গল্পটি কোন গল্প গ্রন্থের অন্তর্গত ?


(A) বেনামী বন্দর
(B) পুতুল প্রতিমা
(C) মহানগর
 (D) নিশীথ নগরী

মহানগর' গল্পে রতনের পিতার নাম হল—


(A) মুকুন্দ
(B) লক্ষ্মণ
(C) ঘোষাল মশাই।
(D) পাঁচকড়ি



'আদাব' গল্পটির মূল বিষয় হল-


(A) একে অপরকে সম্মান জানালো
(B) হিন্দু-মুসলমান দাঙ্গা
(C) পূর্ববঙ্গের সঙ্গে পশ্চিমবঙ্গের বিরোধ
(D) ভাষা আন্দোলন


আদাব' গল্পে নামহীন দুইজন চরিত্রের মধ্যে একজন নায়ের মাঝি, অপর হল_____ শূন্যস্থন পূরণ করো।


(A) ব্যবসায়ী
(B) চাকরিজীবি
(C) সুতাকলে কাম করে
(D) চাষাবাদ করে


'উদ্বেগ' গল্পটির গল্পকার হলেন-


(A) বিমল মিত্র 
(B) বিমল কর
(C) মানিক বন্দ্যোপাধ্যায়
(D) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়


শিশির চরিত্রটি পাওয়া যায় যে গল্পে-
(A) একাদশী বৈরাগী 
(C) উদ্বেগ
(B) আদাব 
(D) কোনোটিই নয়


কৃত্তিবাসের রামায়ণ পড়া নিয়ে যে প্রবন্ধটি সেটি হল-

A) সৌন্দর্যতত্ত্ব
(B) ভারতবর্ষ 
(C) আষাঢ়
(D) আমার মন


সৌন্দর্যতত্ত্ব' প্রবন্ধটি মূল কোন গদ্যগ্রন্থের অন্তর্গত ?
(A) বঙ্গলক্ষ্মীর ব্রতকথা
(B) প্রকৃতি
 (C) নানাকথা
(D) জিজ্ঞাসা

“শিক্ষা ও বিজ্ঞান' এটি সত্যেন্দ্রনাথ বসুর ইংরেজী ভাষণ থেকে বাংলায় অনুবাদ করেছেন-


(A) প্রশান্ত মহালনবীশ
(B) চিন্মোহন সেহানবীশ 
(C) মাইকেল মধুসূদন দত্ত
(D) ড. মেঘনাদ সাহা


রবীন্দ্রনাথের “হিন্দু-মুসলমান' প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ?

(A) প্রবাসী
B) উদবোধন
(C) শান্তিনিকেতন পত্র
(D) বঙ্গদর্শন



তো বন্ধুরা ,এই প্রশ্নগুলি ছাড়াও আমরা আরো প্রশ্ন আমাদের এই ওয়েবসাইটে পোস্ট করে দেওয়া হবে সে প্রশ্নগুলি তোমরা অবশ্যই চেক আউট করবে এবং পরীক্ষার আগে ভালোভাবে দেখে যাবে। নিশ্চয়ই তোমরা এর ভিতরে কমন পেয়ে যাবে তো অবশ্যই তোমরা তোমাদের বইগুলি ভালো করে ফলো করো।
এই প্রশ্নগুলি দেওয়ার মানেই হচ্ছে যে কুড়িটি প্রশ্ন তোমাদের থাকবে এ বছর কিরকম প্রশ্ন তোমাদের হতে পারে তারই একটি নিদর্শন তুলে ধরলাম আজকের এই ওয়েবসাইটের মাধ্যমে।






New question:-






Post a Comment

0 Comments