Home 204-AEC2-BNG/MIL ভাষাতত্ত্ব প্রশ্নপত্র ২০২৩, BENGALI (General) Paper Code: BNGG DC-2/GE-2
ভাষাতত্ত্ব প্রশ্নপত্র ২০২৩, BENGALI (General) Paper Code: BNGG DC-2/GE-2
UG/2nd Sem (G)/23/(CBCS) 2023 BENGALI (General) Paper Code: BNGG DC-2/GE-2 (ভাষাতত্ত্ব) Full Marks : 32 Time : Two Hours The figures in the margin indicate full marks. Candidates are required to give their answers in their own words as far as practicable. বিভাগ - ক 1/ভাষা কাকে বলে? ভাষার সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3+5=8 অথবা নব্যভারতীয় আর্যভাষা রূপে বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। ২। বাংলা ভাষার উপভাষার সংখ্যা কয়টি? তার মধ্যে থেকে যেকোনো একটি উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো।২+৬=৮ অথবা ভাষাবিজ্ঞানীরা ধ্বনি পরিবর্তনের কয়টি ধারার কথা বলে থাকেন? সেগুলি কী কী? যেকোনো একটি ধারার সূত্রগুলি উদাহরণ সহযোগে আলোচনা করো।১+২+৫=৮
বিভাগ - খ
৩। কলাবৃত্ত ছন্দ কাকে বলে? এটি আর কী নামে পরিচিত? এই ছন্দের সাধারণ বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ আলোচনা করো। 2+1+5=8 অথবা মিশ্র কলাবৃত্ত ছন্দের সংজ্ঞা লিখে-এর সাধারণ বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ আলোচনা করো। 2+6=8 ৪/ অনুপ্রাস কাকে বলে? উদাহরণসহ অনুপ্রাস অলংকারের শ্রেণিগুলির পরিচয় দাও। 8 অথবা ‘শ্লেষ' ও 'বক্রোক্তি' বলতে কী বোঝো? উদাহরণসহ এই দুটি অলঙ্কারের পার্থক্য চিহ্নিত করো। 4+4=8(এটি গৌড়বঙ্গ ইউনিভার্সিটি প্রশ্নপত্র এবছর অর্থাৎ ২০২৩ সালের এটি প্রশ্নপত্র অবশ্যই বন্ধুরা তোমরা চেক আউট করে নাও এবং এই কোশ্চেনগুলিও তোমরা কিন্তু আনসার করে ফেলো। যে সকল বন্ধুরা তোমরা এই বছর নতুন উৎসব সেমিস্টার টু এ)
0 Comments