ময়ূর পুচ্ছ ধারণ করে দাঁড় কাক গেল ময়ূরের দলে------মিশতে তখন সে ফিরে এলো কাকেদের মধ্যে-----কাকেরা ও তাকে তাড়িয়ে দিল।

 সংকেত সূত্র:- ময়ূর পুচ্ছ ধারণ করে দাঁড় কাক গেল ময়ূরের দলে------মিশতে তখন সে ফিরে এলো কাকেদের মধ্যে-----কাকেরা ও তাকে তাড়িয়ে দিল।


Balurghat dakshin Dinajpur West Bengal




ময়ূর হলো জাতীয় পাখি তার রূপ দেহ সুন্দর কিন্তু অপরদিকে যদি কাকেদের সাথে তুলনা করা হয় তবে তা একদমই মিলবে না। এখানে কাক হল কালো এক প্রজাতির পাখি।




একদিন এক জঙ্গলে কালো দ্বার কাক ময়ূরদের দেখে মুগ্ধ হয়ে কারো মনে আশা জাগে সে ময়ূর দের মত সেজে ময়ূরের মাঝে থাকবে। তেমনি দাঁড় কাক জঙ্গলে কিছু ময়ূর পুচ্ছ দেখতে পায় ময়ূর পুচ্ছ ধারণ করে দাঁড় কাক গেল ময়ূরের দলে মিশতে। ময়ূররা কালো দ্বার কাককে দেখে চিনতে পারে। এবং কালো কাকে ময়ূর দল থেকে তাড়িয়ে দেয় এবং কালো দার কাক কে সমস্ত ময়ূররা উপহাস ও অপমান করতে লাগলো।


কেননা ময়ূর রূপে গুনে দেখতে খুব সুন্দর শুধুমাত্র ময়ূর পুচ্ছ ধারণ করলেও ময়ূর হওয়া সম্ভব নয়।


এরপর অনেক লাঞ্ছনা অপমান করে দাঁড় কাক কে ময়ূরের দল থেকে যখন তাড়িয়ে দেয়, তখন সেই দাঁড় কাক সেই সুন্দর ময়ূর পুচ্ছ নিয়ে ফিরে এলো কাকেদের মধ্যে কাকেরা তাকে তাড়িয়ে দিলো। কেননা যতই বেশভূষা ধরুক না কেনো দাঁড় কাক তো কাকই। যখন কাকেরা চিনতে না পেরে তাড়িয়ে দেয় তখন দার কাকের মান ভেঙে যায় এবং বুঝতে পারে নিজের পুচ্ছের চাইতে অন্যের রূপ বা পুচ্ছ ধারণ করা কতটা ভয়ংকর বা ভয়াবহো।


এই গল্প থেকে কিছু শিক্ষার আলো পরিস্ফুট হয় যা সতর্কতা ও নিজের রূপ নিজের গোষ্ঠী কখনো পরিত্যাগ করতে নেই। এতে লাভের চাইতে ক্ষতি ও হতে পারে।



প্রিয় ছাত্র ছাত্রীরা আমাদের channel প্রতিনিয়ত ক্লাস করানো হচ্ছে সেখানে ভিজিট করো নিচে দেখতে পাচ্ছ ক্লিক করো এবং সাবস্ক্রাইব করে ফেলো।

এই প্রজেক্টটির মাধ্যমে কোনো উপকারে হয়ে থাকলে অবশ্যই আমরা নিজেদেরকে সার্থক বলে মনে করবো।
👇YouTube link👇


Post a Comment

0 Comments