BNGG DC-3/GE-3

 


BNGG DC-3/GE-3

রচনাধর্মী প্রশ্ন প্রশ্ন মান-৮



পথে প্রবাসে



লন্ডনের সঙ্গে আমার শুভদৃষ্টি হল গোধূলি লগ্নে"- এই দেশ সম্বন্দে লেখকের অনুভূতি এবং ইতিহাসের দৃষ্টির পরিচয় দিয়ে এ জাতীয় ভ্রমণকাহিনীর বৈশিষ্ট্য নিরূপণ করো। 




পথে-প্রবাসে' গ্রন্থে ইউরোপের নারীদের সম্বন্ধে লেখকের নিজস্ব ধারনার পরিচয় দাও?




দেনা পাওনা


রবীন্দ্রনাথ বিরচিত 'দেনাপাওনা' গল্প একটি সামাজিক পণ প্রথা বিরোধী গল্প তা আলোচনা করো।




অথবা, "এবারে বিশ হাজার টাকা পণ এবং হাতে হাতে আদায়।"-উক্তিটির মধ্য দিয়ে। পণ প্রথার যে বিভৎস রূপ প্রস্ফুটিত হয়েছে তা গল্প অবলম্বনে আলোচনা করো।



দেনাপাওনা গল্পে নামকরণের সার্থকতা লেখো।



আমি কি কেবল একটা টাকার থলি, যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম।"-উক্তিটি কার? কোন গল্পের অংশ? এই উক্তির আলোকে বক্তার চরিত্র আলোচনা করো।




অথবা, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'দেনাপাওনা' গল্পে নিরুপমার চরিত্র আলোচনা করো।



রবীন্দ্রনাথ ঠাকুরের দেনাপাওনা এক প্রত্যক্ষ সমাজ সমস্যার মর্মস্পর্শ কাহিনী- আলোচনা করো।



লম্বকর্ণ 




বাইরে দিক থেকে লম্বকর্ণকে নিয়ে যে পরিহাস রসের কাহিনী গড়ে উঠেছে। তার ভিতরে আছে দাম্পত্য প্রেমের কাহিনী-আলোচনা করো।




পরশুরাম রচিত 'লম্বকর্ণ' গল্পকে সার্থক ছোটগল্প বলা যায় কিনা তা আলোচনা।



নিমগাছ



নিমগাছ' গল্পের সার্থকতা লেখো।




 'অনুগল্প' বলতে কী বোঝো? নিমগাছকে সার্থক অনুগল্প বলা যায় তা আলোচনা করো। 





বনফুল রচিত 'নিমগাছ' গল্পটি একটি গল্প- আলোচনা করো। অথবা, 'নিমগাছ' গল্পে নিমগাছের রূপকের আড়ালে উদ্ভাসিত হয়ে উঠেছে গৃহবধূর জীবনকথা।' তা আলোচনা করো।





ইতিহাস




নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত 'ইতিহাস' গল্পের নামকরণের সার্থকতা লেখো।







নারায়ণ গঙ্গোপাধ্যায় বিরচিত 'ইতিহাস' গল্পে প্রণতি চরিত্রটি আলোচনা করো। অথবা "দারোগার স্ত্রীকে বললে, আপনি ভেতরে এসে কাপড়টা ছেড়ে নিন। খোকার ঠান্ডা লাগছে।"-উক্তিটি কার? কোন গল্পের অংশ? এই উক্তির আলোকের বক্তার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। 




চতুর্থ পানিপথের যুদ্ধ



চতুর্থ পানিপথের যুদ্ধ' গল্পটির নামকরণের তাৎপর্য ব্যাখা করো।






স্টিফান হোরোর চরিত্র বৈশিষ্ট্য লেখো।







ফাদার লিন্ডনের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো।





চতুর্থ পানিপথের যুদ্ধ' গল্পে স্টিফান হোরো ও চিরকির মুর্মুর যে ভালোবাসার ছবি আঁকা হয়েছে তার পরিচয় দাও।












Post a Comment

0 Comments