যমক অলংকারের সংজ্ঞা দাও এবং এর শ্রেণীবিভাগ গুলি সম্পর্কে লেখো





যমক অলংকারের সংজ্ঞা দাও এবং এর শ্রেণীবিভাগ গুলি সম্পর্কে লেখো।
   অথবা
 যমক অলংকার কাকে বলে ? যাক অলংকারের শ্রেণীবিভাগ করো। উদাহরণসহ বিভাগগুলি আলোচনা করো ।


যমক অলংকার :


শব্দালংকারের অন্তর্গত দ্বিতীয় অলংকার যমক। এক্ষেত্রে যমক অলংকারকে মনে রাখার জন্য আমরা যমজ বলতে পারি। যমজের অর্থ হল দুই। যমজ সন্তান সাধারণত দেখতে একই। কিন্তু কিছু কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে, যা দ্বারা পৃথক করা যায়। যমক অলংকারও ঠিক তেমনই। একটি শব্দ বা একই উচ্চার্য শব্দ যদি দু-বার, কখনও দুইয়ের অধিকবার ব্যবহৃত হয় কিন্তু ভিন্ন ভিন্ন অর্থ বহন করে, তখন তাকে যমক অলংকার বলে।


সাহিত্যদর্পণকার বিশ্বনাথ কবিরাজ ‘যমক’ অলংকারের সংজ্ঞা নির্দেশ


করেছেন এভাবে-


সত্যর্থে পৃথগর্থায়াঃ স্বরব্যঞ্জনসংহতেঃ। ক্রমেণ তেনৈবাবৃত্তিयমকং বিনিগদ্যতে।।


🔴শ্রেণীবিভাগ :


যমক অলংকার দুই প্রকার। যথা—


(ক) সার্থক যমক এবং

(খ) নিরর্থক যমক।


🔴সার্থক যমক :


১. ভারত ভারতখ্যাত আপনার গুণে। – প্রথমটি কবি ভারতচন্দ্র, দ্বিতীয়টি ভারতবর্ষ


২. মুরারি মুরলীধ্বনিসদৃশ মুরারি।


– প্রথমটি শ্রীকৃষ্ণ, দ্বিতীয়টি কবি মুরারি।


৩. ঘন বনতলে এসো ঘন নীলবসনা। - প্রথমটি গভীর, দ্বিতীয়টি মেঘ।


🔴নিরর্থক যমক:-


১. বাজে পুরবীর ছন্দে রবির শেষ রাগিণীর বীণ। 


২. সুদূর গোঠের শ্যামবার্তা কি স্মরিছে রে বার্তাকু।


৩. বৎসরান্তে আনতে হবে তারে। ৪. যৌবনের বনে মন হারাইয়া গেল।


কোন কোন আলংকারিক যমকের স্থানভেদে ব্যবহার অনুযায়ী তার নামভেদ কল্পনা করে থাকেন। 

যথা— ক. আদ্যযমক, খ. মধ্যযমক, গ. অন্ত্যমক এবং ঘ. সর্বযমক।


🔴 আদ্যযমক :


বাক্যের আদিতে ব্যবহার হলে হয় আদ্যযমক। যথা-

১. এলোকেশী এলো কেরে রণে।

২. ভারত ভারতখ্যাত আপনার গুণে।


🔴মধ্যযাক :


চরণের মধ্যবর্তী স্থানে ব্যবহৃত যমককে বলে মধ্যযমক। যথা—

১. নবীন ধানের আঘ্রাণে আজি অঘ্রাণ হলো মাৎ।

২. যত দাও কর করে না লবো।

🔴অস্ত্রসম :


চরণের অন্ত্যস্থিত যমককে বলে অন্তযমক। যথা—

১. গানখানি তুলিয়াছি আপন সেতারে। মনে নাহি লয় কভু তথাপি সে তারে।।

২. আটপণে কিনিয়াছি আধসের চিনি। অন্যলোকে ভুরা দেয় ভাগ্যে আমি চিনি।।

গোটা চরণ জুড়েই যখন যমকের ব্যবহার হয়, তখন তাকে বলে সর্বযমক। যথা-

১. কাত্তার আমোদপুর্ণ কান্ত সহকারে।
কাস্তার আমোদপূর্ণ কান্ত সহকারে।

"স্বামীর সঙ্গলাভে স্ত্রীর আনন্দ পূর্ণতা প্রাপ্ত হয়, যেমন বসন্তে আম্রকূলের সৌরভে অরণ্য পূর্ণ হয়।' কাত্তার- দয়িতার, অরণ্য; আমোদ- আনন্দ, সৌরভ; কান্ত — স্বামী, বসন্ত; সহকারে সঙ্গে, আমগাছ।


(নমস্কার বন্ধুরা আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে তোমরা ভিজিট করো এবং সেখানে তোমরা প্রতিনিয়ত সাজেশন মূলক ভিডিওর পাশাপাশি চাকরিবাকরি আপডেট তো পেয়ে যাবে নিচে দেওয়া রয়েছে লিংক ক্লিক করো।)



Post a Comment

0 Comments