Suggestions for H.S. Exam 2023
উচ্চমাধ্যমিক ভূগোল সাজেশন
100% কমন প্রশ্ন
রচনাধর্মী প্রশ্ন (প্রতিটির মান 7)
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :-
1.বহির্জাত প্রক্রিয়া কাকে বলে। নগ্নীভবন কাকে বলে? বহির্জাত প্রক্রিয়াকে পর্যায়ন প্রক্রিয়া বলা হয় কেন? আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো।
2.কার্স্ট অঞ্চলে সৃষ্ট সিঙ্কহোল, পোলজি এবং ড্রিপস্টোন কীরুপে গঠিত হয়েছে তা চিত্র সহ বর্ণনা করো। ভাদোস স্তর কাকে বলে? ক্রিয়েটিক স্তর কাকে বলে? 5+1+1
3.শিলার সছিদ্রতা ও শিলার প্রবেশ্যতা কাকে বলে? ভৌমজলের উৎস ও নিয়ন্ত্রকগুলি সংক্ষেপে লেখো। 2+5
4.কার্স্ট অঞ্চলে ভৌমজলের কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। ভৌমজলের গুরুত্ব লেখো। 5+2
5.প্রস্রবণের শ্রেণিবিভাগ করে সংক্ষেপে আলোচনা করো। ভৌমজলের উপাদানগুলি লেখো। 5+2
6.কার্স্ট ভূমিরূপ গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলি কী? পৃথিবীর প্রধান কার্স্ট অঞ্চলগুলির নাম লেখো। সিঙ্কহোল এবং সোয়ালোহোলের মধ্যে পার্থক্য লেখো।3+2+2
7.মানবজীবনে কার্স্ট ভূমিরূপের প্রভাব লেখো। কার্স্ট অঞ্চল প্রায় অনুর্বর হয় কেন? শুষ্ক উপতাকা ও অন্ধ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো।3+2+2
মৃত্তিকা
•রচনাধর্মী প্রশ্ন (প্রতিটির মান 7 )
নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও :-
1.মৃত্তিকার প্রধান উপাদানগুলি আলোচনা করো। মৃত্তিকা সৃষ্টির মৌলিক প্রক্রিয়াগুলি আলোচনা করো।3+4
2.মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ুর
ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এলুভিয়েশন ও ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য লেখো। 3+4
3.মৃত্তিকা সৃষ্টিতে আবহবিকারের ভূমিকা আলোচনা করো। আঞ্চলিক ও আন্তঃআগলিক
মৃত্তিকার মধ্যে পার্থক্য লেখো।4+3
4.মৃত্তিকার ভৌত ও রাসায়নিক
ধর্মগুলির নাম লেখো। পেডোক্যাল ও পেডালফার মৃত্তিকার মধ্যে পার্থক্য লেখো। মৃত্তিকার পরিলেখ কাকে বলে?3+3+1
5.মৃত্তিকার অবক্ষয় নিবারণের পদ্ধতিগুলি লেখো। মৃত্তিকার প্রথনের গুরুত্ব কী? পরিণত
ও অপরিণত মৃত্তিকার মধ্যে পার্থক্য লেখো।3+2+2
6.মৃত্তিকা অবক্ষয়ের মানবীয় কারণগুলি আলোচনা করো। বদভূমি ও র্যাভাইন কী? 5+2
7.মৃত্তিকা সৃষ্টিতে আদি শিলাশিলার ভূমিকা আলোচনা করো। এন্টিসল ও মলিসল মৃত্তিকার দু'টিকরে বৈশিষ্ট্য লেখো।4+3
•বায়ুমণ্ডল
রচনাধর্মী প্রশ্ন (প্রতিটির মান 7)
নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও :-
1.বায়ুপ্রবাহের ত্রিকোণ মডেলটি চিত্র সহ বর্ণনা করো। উরু সীমান্তে ও শীতল সীমান্তের মধ্যে পার্থক্য লেখো।
2.ঘূর্ণবাত কাকে বলে। ঘূর্ণবাতের বৈশিষ্ট্য লেখো। ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো।
3.এল নিনো ও লা নিনো কাকে বলে? এল-নিনো ও লা-নিনার মধ্যে পার্থক্য লেখো। প্রতীপ
ঘূর্ণবাতে শান্ত আবহাওয়া বিরাজ করে কেন?
4.ডোলড্রাম কী? তাপমাত্রার চাহিদা অনুসারে স্বাভাবিক উদ্ভিদের শ্রেণিবিভাগ করে সংক্ষেপে
আলোচনা করো। নিরক্ষীয় অঞ্চলে সারাবছর ধরে নিয়মিত পরিচলন বৃষ্টিপাত হয় কেন ?1+4+2
5.মৌসুমি বায়ুর উৎপত্তিতে দু'টি গুরুত্বপূর্ণ মতবান ব্যাখ্যা করো। মৌসুমি বায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো।
মৌসুমি জলবায়ুতে গ্রীষ্মকাল আর্দ্র ও শীতকাল শুষ্ক বা ভারতকে মৌসুমি জলবায়ুর দেশ বলা হয় কেন? ভূমধ্যসাগরীয় জলবায়ুতে গ্রীষ্মকাল শুষ্ক ও শীতকাল আর্দ্র হয় কেন? মৌসুমি বিস্ফোরণ কাকে বলে?
6.জলজ বা হাইড্রোফাইট উদ্ভিদের শ্রেণিবিভাগ করে সংক্ষেপে আলোচনা করো। হ্যালোফাইটজাতীয় উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো।
7.গ্লোবাল ওয়ার্মিং বা গ্রিনহাউস গ্যাসের কারণ ও ফলাফল আলোচনা করো। ব্যারোট্রপিক ও
ব্যারোক্লিনিক বলতে কী বোঝো?
8.ওজোন গহ্বর কী? ওজোন গহ্বর সৃষ্টির কারণ ও তার প্রভাব সংক্ষেপে আলোচনা করো। ক্রান্তীয় ঘূর্ণবাত বা নাতিশীতোয় ঘূর্ণবাতের উৎপত্তি বা জীবনচক্র চিত্র সহ বর্ণনা করো। আয়নোস্ফিয়ার ও ট্রপোস্ফিয়ারে ওজোন গ্যাস সৃষ্টি হয় না কেন?
•জীববৈচিত্র্য
1. জীব বৈচিত্র কাকে বলে? জীব বৈচিত্র্যের বিন্যাসের কারণ গুলি সম্পর্কে লেখো। জীব বৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা উল্লেখ করো।
2. রেড ডাটা বুক ও গ্রিন ডাটা বুক কি? আলফা ও বিটা বৈচিত্রের মধ্যে পার্থক্য বা তুলনা করো। জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের মধ্যে পার্থক্য লেখো।
3.ক্রান্তীয় অঞ্চলে জীববৈচিত্র্য খুবই সমৃদ্ধ কেন? জীববৈচিত্র্য সংরক্ষণের তাৎপর্য কী?
4.ইন-সিটু ও এক্স-সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য লেখো। জীববৈচিত্র্যের জিনগত বৈচিত্র্য ও প্রজাতিগত বৈচিত্র্য সম্পর্কে সংক্ষেপে লেখো।
•কৃষি কাজ
রচনাধর্মী প্রশ্ন প্রতিটি (প্রশ্নের মান-৭)
নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও:-
1. শুষ্ক কৃষি ও আদ্র কৃষির মধ্যে পার্থক্য লেখো। স্থানান্তর কৃষি কাকে বলে। স্থানান্তর কৃষি ও স্থায়ী আদিম কৃষির মধ্যে পার্থক্য লেখো। নিবিড় কৃষি ও ব্যাপক কৃষির মধ্যে পার্থক্য লেখো।
2. ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের দুটি করে সুফল ও কুফল লেখো। কৃষিতে আধুনিক উপাদান গুলি আলোচনা করো।
3. নীল বিপ্লব কি? ভারতে সেতো বিপ্লবের ফলাফল আলোচনা করো। জীবিকা সত্তা ভিত্তিক কৃষি ও বাণিজ্যিক কৃষির মধ্যে পার্থক্য লেখো।
4. ভারতে ধান বা গম চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো। চীনে ধান চাষের উন্নতির কারণ কি। শ্রীলঙ্কায় চা চাষের উন্নতির কারণ কি ।আধুনিক কৃষিতে যান্ত্রিকরণের দুইটি করে সুফল ও কুফল লেখো।
5. ভারতের ডাল চাষের সমস্যা গুলি কি? পৃথিবীর চিনা বাদাম উৎপাদক অঞ্চল ও সয়াবিন উৎপাদক অঞ্চলগুলির নাম লেখো।
•শিল্প
রচনাধর্মী প্রশ্ন (প্রতিটির মান 7 )
নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও :-
1.পশ্চিম ভারতে কার্পাসবয়নশিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। ভারতে মোটরগাড়ি শিল্পের দ্রুত বিকাশ ঘটেছে কেন?ভারতের রেডিমেড পোশাক শিল্প সম্পর্কে আলোচনা করো। মালয়েশিয়া রবারশিল্পে উন্নত কেন?
2.কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানে লৌহ-ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো।জাপানে অধিকাংশ ইস্পাত শিল্পকেন্দ্র বন্দরভিত্তিক কেন?
3.দুর্গাপুরকে ভারতের রুঢ় বলা হয় কেন ? পূর্ব ও মধ্যভারতে লৌহ-ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ কী?তৈলরসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব বা সূর্যোদয় শিল্প বলা হয় কেন? পশ্চিম ভারতে তৈল রসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ কী?
4.শিল্প স্থাপনে চারটি প্রধান প্রাকৃতিক অবস্থার বিবরণ দাও। যুক্তরাষ্ট্রের প্রধান বস্ত্রবয়ন শিল্পকেন্দ্রগুলির নাম লেখো। পশ্চিমবঙ্গের শিল্পকেন্দ্রগুলির নাম লেখো।
•জনসংখ্যা ও জনবসতি
রচনাধর্মী প্রশ্ন (প্রতিটির মান 7)
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :-
1.জনঘনত্ব ও মানুষ-জমির অনুপাতের মধ্যে পার্থক্য লেখো। কাম্য জনসংখ্যা কাকে বলে? কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্য লেখো।মানুষ জমির অনুপাত ও কাম্য জনসংখ্যার মধ্যে পার্থক্য লেখো। জনাকীর্ণতা দূরীকরণের উপায় কী। জনবিরলতা দূরীকরণের উপায় কী?বিশ্বের অথবা ভারতের জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি আলোচনা করো। জনসংখ্যা অভিক্ষেপ কাকে বলে?
2.ভারতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ কী? ইমিগ্রেশন ও এমিপ্রেশনের মধ্যে পার্থক্য লেখো।
3.বিশ্ব বা ভারতে জনসংখ্যা বণ্টনে পরিব্রাজনের প্রভাব সংক্ষেপে লেখো। বয়স-বয়স-লিগু কাকে পিরামিড কাকে বলে?
4.বিক্ষিপ্ত বা গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার কারণ কী? গোষ্ঠীবদ্ধ ও বিক্ষিপ্ত জনবসতির মধ্যে পার্থক্য লেখো।জনবণ্টনে ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো। ভারতে নগরায়ণের বৈশিষ্ট্য লেখো।
0 Comments