punjab national bank scholarship | PNB Scholarship 2023 | scholarship | scholarship form fill up
এই স্কলারশিপে তোমরা ছেলে-মেয়ে ক্লাস সেভেন এইট নাইন্টিন ইলেভেন টুয়েলভ কিংবা কলেজের বন্ধুরা তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে আবেদন ফ্রিতে করতে পারবে এবং নির্দিষ্ট তোমাদের নাম্বার থাকলে তোমরা এখানে যোগ্য হবে কিংবা এলিজিবল হবে। এটিতে আবেদন করার জন্য তোমাদের নিজস্ব ব্যাংক একাউন্ট থাকা আবশ্যক শুধু ব্যাংক একাউন্ট থাকলেই চলবে না তার সঙ্গে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেয়েছে সেগুলিতে আমাদের ভিডিওতে সমস্ত তথ্য জানানো রয়েছে তোমরা অবশ্যই সেই ভিডিওটি একবার দেখে নাও। এরপর এপ্লাইটি করো এপ্লাই করার কোন সমস্যা হলে তোমরা আমাদেরকে সেই ভিডিওর কমেন্টে গিয়ে কমেন্ট করতে পারো। এটি প্রত্যেকে আবেদন করতে পারবে অন্যান্য যে সকল সরকারি স্কলারশিপ গুলি হয় সেগুলির পাশাপাশি এ বেসরকারি স্কলারশিপ টিও আবেদন করতে পারবে তোমরা। এখানে আবেদন করার জন্য সম্পূর্ণ তোমাদের অফলাইনের মাধ্যমে করা যাবে না অনলাইনে মাধ্যমে করতে হবে যা কিন্তু আমরা অলরেডি তোমাদের সামনে সমস্ত রকম তথ্যসহ বুঝিয়ে দিয়েছি আমাদের ভিডিও লিংক রয়েছে নিচে তোমরা দেখতে পাচ্ছ।👇👇👇 নিচে ওয়েবসাইট লিংক দেওয়া রয়েছে সেখানে তোমরা ভিজিট করো এবং অ্যাপ্লাই ঠিক করে ফেলো এবং তোমাদের কি রকম কি এলিজিবল তোমরা রয়েছো, সেটি অনুসারে তোমরা এপ্লাইটি করে নেবে এপ্লাই অপশনে গিয়ে।
0 Comments