প্রতিটি গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ 2023 | dakshin dinajpur district asha kormi niyog 2023 | jobs

 

প্রতিটি গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ 2023 | dakshin dinajpur district asha kormi niyog 2023 |  jobs


দক্ষিণ দিনাজপুর জেলায় আবারো নতুন করে বালুরঘাট হিলি তপন কুমারগঞ্জ ইত্যাদি ব্লক এ তোমাদের জেলায় জেলায় অর্থাৎ তার গ্রাম পঞ্চায়েতের অধীনে তোমাদের চাকরিটি দেওয়া হবে তো বন্ধুরা শুধুমাত্র মহিলারা এখানে তোমরা আবেদন করো অবশ্যই এই চাকরিটি তোমরাও পাবেই।

Welcome our channel please subscribe my channel 👉https://youtu.be/mTcecG-0_G8

Please visit my website new new update job vacancy or education question Bengali English grammar Bengali grammar all suggestion Sanskrit political science new new suggestion updates or notes free please visit my website or subscribe.


পশ্চিমবঙ্গ সরকার


মহকুমা শাসকের করণ বালুরঘাট (সদর), দক্ষিণ দিনাজপুর


পত্রাঙ্কঃ ৮৮৪/ এস.ডি.ও (সদর)


তারিখ: 22/06/2013


বিজ্ঞপ্তি


চুক্তির ভিত্তিতে পঞ্চায়েত এলাকার নির্দিষ্ট নাম সমূহে আশা শূন্য পদের জন্য নিযোগ


রাজ্য মিশন অধিকর্তা, জাতীয় স্বাস্থ্য মিশন এর 27-06-2012 তারিখের পর HEW/NHRM/20/2006/ PART 11/1631 এর আদেশনামা অনুযায়ী দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট (সদর) মহকুমার অন্তর্গত 04 ডি ব্লকের আশা নিয়োগ এর উদ্দেশ্যে এই এলাকার গ্রামগুলিতে বসবাসকারী মহিলা প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। শূন্যপদের বিস্তারিত তথ্য এবং আবেদন পত্র 24.05.2023 ভারিখ থেকে সংশ্লিষ্ট বিডিও এবং বি এম ও এইড অফিস থেকে


পাওয়া যাবে।


। বিস্তারিত বিবরণ নিম্নলিখিত ওয়েবসাইটেও পাওয়া যাবে www.wbhealth.gov.in অথবা www.ddinajpur.nic.in


ASHA নিয়োগের ক্ষেত্রে নির্দেশাবলী:


১. কেবলমাত্র বিবাহিতা বিধবা আইনগত ভাবে বিবাহ বিভিন্ন মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারেন।


২. প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্য গ্রামের কোনো প্রার্থী আবেদন করলে তার আবেদন পরেটি


বলে গণ্য করা হবে।


৩. সাধারণ প্রার্থীর বয়স ০১/০১/২০১৩ তারিখ পর্যন্ত ৩০ থেকে ৪০ বৎসরের মধ্যে হতে হবে। শুধুমাত্র তপশিলি জাতি মহিলাদের ক্ষেত্রে বয়স ২২ থেকে ৪০ বছর হলেও চলবে। ৪. প্রার্থীদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ বা অবতীর্ণ হতে হবে। শুধুমাত্র মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বরই


ও উপজাতি


বিচার করা হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারেন কিন্তু উচ্চতর শিক্ষাগত যোগ্যতার কোন মূল্যায়ন হবে না। ৫. গ্রেড-১ এবং গ্রেড-২ স্বনির্ভর গোষ্ঠীর সদস্য প্রশিক্ষণ প্রাপ্ত বই এবং সি বিভাগের শংসাপত্র দাখিল ৬. আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত প্রমানপত্রের প্রতিটির প্রভাবিত প্রতিলিপি জমা দিতে হবে। কেবলমাত্র সরকারি আধিকারিকদের দ্বারা প্রত্যায়িত প্রমাণপত্রই গ্রাহ্য হবে। প্রমানপত্র গুলি হল (ক) জন্ম তারিখের শংসাপত্রের বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার এডমিট


করলে অগ্রাধিকার পাবেন।


কোর্ড সার্টিফিকেট। (খ) মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বা অবতীর্ণ হওয়ার মার্কশিট, (গ) এলাকার বাসিশা হিসাবে ভোটার


আইডেন্টিটি কার্ড/রেশন কার্ড যে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র (শুধুমাত্র তপশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের


ক্ষেত্রে প্রযোজ্য) (খ) প্রাাম্প্রতিক পাসপোর্ট সাইজের ফটো। প্রমানপরের যেকোনো একটি আবেদনপত্রের


যুক্ত না থাকলে আবেদনপত্র গ্রাহ্য হবে না।


৭. নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদনপত্র ২০০৬,২০২৩ তারিখ বিকে

ল ৫ টা পর্যন্ত বিডিও অফিসে (B.Do office)


Notice link:-Click here

Post a Comment

0 Comments