BDO অফিসে কর্মী নিয়োগ 2023 | west bengal new job vacancy 2023 | bdo office jobs 2023 west bengal




BDO অফিসে কর্মী নিয়োগ 2023 | west bengal new job vacancy 2023 | bdo office jobs 2023 west bengal


 GOVERNMENT OF WEST BENGAL OFFICE OF THE SUB-DIVISIONAL OFFICER







SURI SADAR, BIRBHUM

Memo No. 332/5


বিজ্ঞপ্তি


রাজ্য মিশন অধিকর্তা, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন -এর ২৭/০৬/২০১২ তারিখের পর নম্বর HEW/NRHM- 20/2006/ Part 1/1631 এর পরিমার্জিত আদেশনামা অনুযায়ী বীরভূম জেলার সিউড়ী সদর মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের উপস্বাস্থ্যকেন্দ্রের ও সুস্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন গ্রামগুলিতে ASHA নিযুক্তির উদ্দেশ্যে ঐ এলাকার অন্তর্গত গ্রামগুলিতে বসবাসকারী মহিলা প্রার্থীদের কাছ থেকে উক্ত পদের জন্য নির্দিষ্ট আবেদনপত্রে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।


সিউড়ি -২ ব্লক:-2


১. কেবলমাত্ৰবিবাহিতা/ বিধবা/ আদালত কর্তৃক ডিগ্ৰীমূলে বিবাহবিছিল মহিলারই আবেদন করতে পারবেন।


২. আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংযোনী -২ তে উল্লেখিত সংশ্লিষ্ট শূন্য পদের পরিষেবার আওতাভুক্ত গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রমানস্বরূপ প্রার্থীকে তার ভোটার কার্ড (EPIC) / রেশন কার্ড-এর প্রতারিত প্রতিলিপি জমা দিতে হবে।


২৩. সাধারন প্রার্থীর ব্যাস ০১/০৩/২০২৩ তারিখে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তপশীলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে বাস নামা ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়সসীমার প্রমান পরে হিসাবে মাধ্যমিক সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড/জন্ম সার্টিফিকেট এর প্রতারিত প্রতিলিপি অবশ্যই জমা দিতে হবে।


৪. প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীরাও আবেদ হিসাবে বিবেচিত হবেন। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদনকারী হিসেবে বিবেচিত হবেন এক্ষেত্রে মাধ্যমিক ও মাধ্যমিক সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বর বিচার করা হবে। উচ্চতর শিক্ষার্থীদের উচ্চশিক্ষার কোন বাড়তি মূল্যায়ন বা বিবেচনার সুবিধা থাকবে না।


৫. প্লেড ওয়ান এবং গ্রেড টু নির্ভরগোষ্ঠীর সদস্য প্রশিক্ষণপ্রাপ্ত নাই এবং লিংক ওয়ার্কারগন সংশ্লিষ্ট সরকারি বিভাগের শংসাপত্র দামিল করলে অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনার যোগ্য হবেন। ৬ সংযোজনী -২ তে উল্লেখিত তপশিলিজাতি উপজাতিদের অগ্রাধিকার প্রাপ্ত শূন্য পদগুলির ক্ষেত্রে


উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া শংসাপত্র আবেদনকারীকে অন্যান্য প্রমাণপত্র জমা দিতে হবে। এখানে উল্লেখ্য যে উপরিউক্ত এলাকায় সাধারণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। 4. আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত সকল প্রমানপত্রের স্ব-প্রভাতি (Self Attested) প্রতিলিপি জমা করতে হবে।


ক. অন্যভাবিশ্বের শংসাপত্র / মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড। গ্রামের স্থায়ী বাসিন্দার প্রমানস্বরূপ ভোটার কার্ড (EPIC) / রেশন কার্ড


গ. উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া আতিগত প্ৰমানপত্ৰ (তপশীলি জাতি উপজাতিভুক্ত প্রার্থীদের জন্য)।


ঘ.মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ।


***ভিডিও:-Click here


***থাম লিংক:-Click here


***নোটিস লিংক:-Click here

Post a Comment

0 Comments