জি. কে ও কারেন্ট অ্যাফেয়ার্স
নির্দেশ-1-25
1. বায়লাডিলা কোন খনিজ উত্তোলনের জন্য বিখ্যাত ? (a) অ্যালুমিনিয়াম
(b) লৌহ আকরিক
(c) বক্সাইট. (d) অভ্র
2. ভারতের প্রথম পারমানবিক কেন্দ্র কোনটি ?
(d) অভ্র
(a) তারাপুর
(c) কালপক্কম
(b) ট্রম্বে
(d) নারোরা
3. ভিটামিন B2 এ কোন ধাতুটি বর্তমান ?
(a) লোহা
(b) ম্যাগনেশিয়াম
(c) ম্যাঙ্গানিজ
(d) কোবাল্ট
4. সাধারন উষ্ণতায় তরল অধাতুটির নাম কি?
(a) পারদ
(c) আয়োডিন
(b) ব্রোমিন
(d) বেঞ্জিন
5. ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠা হয় কত সালে?
(a) 1815
(b) 1820
(c) 1828 (d) 1875
6. পশ্চিমবঙ্গে প্রথম রেলপথ চালু হয় কত সালে
(a) 1850
(c) 1854
(b) 1853
(d) 1859
7. মামা-ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত?
(a) পুরুলিয়া (c) বীরভূম
(b) বাঁকুড়া
(d) কোনটিই নয়
৪. নীচের কোনটি নাইট্রোজেন বিপাকে সাহায্য করে ?
(a) Zn
(b) Mn
(C)Mo
(d)Mg
9. পাতার সম্মুখভাগ নুয়ে পড়ে কোন খনিজের অভাবে ? (d) নাইট্রোজেন
(a) সালফার
(b) ফসফরাস
(c) ক্যালসিয়াম
10. নীচের কোন মৌলের অভাবে ক্লোরোসিস রোগ হয়?
(a) Mg *
(b) Cat
(c) Cr
(d) Na
11. নীচের কোন করটি রাজ্য সরকার আদায় করে ?
(a) সম্পদ কর (b) আবগারি শুল্ক
(c) ভূমিরাজস্ব
(d) আয়কর
12. কে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ
করেন ?
(b) উপরাষ্ট্রপতি
(d) রাজ্যপাল
(a) রাষ্ট্রপতি
(c) প্রধানমন্ত্রী
13. বর্তমানে সংবিধানে কটি ধারা আছে?
(a) 400
(c) 444
(b) 425
(d) 474
14. নীচের কোন দেশকে সাদা হাতির দেশ বলে ?
(a) নেদারল্যাণ্ড
(c) থাইল্যাণ্ড
(b) নিউজিল্যাণ্ড
(d) সুইজারল্যাণ্ড
15. গরবা কোথাকার প্রাদেশিক নৃত্য ?
(a) রাজস্থান
(c) গুজরাট
(b) মহারাষ্ট্র
(d) কর্নাটক
16. 'দ্য মাদার' উপন্যাসটি কার লেখ?
(b) ম্যাক্সিম গোর্কি
(a) লর্ড বায়রন
(c) টমাস এলিজা (d) পি বি শেলি
17. বিরজু মহারাজ কোন নৃত্যের সঙ্গে যুক্ত?
(a) কথক
(b) কথাকলি
(c) কুচিপুরি (d) ভারতনাট্যম
18. চিন বিপ্লব কত সালে হয়েছিল?
(a) 1880
(b) 1990
(c) 1900
(d) 1910
19. ভারতের প্রাচীনতম বাদ্যযন্ত্র কোনটি?
(a) বীণা
(b) সারেন্সি
(c) হারমোনিয়াম
(d) বাঁশি
20. বক্সারের যুদ্ধ করে হয় ?
(a) 1783
(b) 1777
(c) 1764 21. ধর্মারাজ গুরবেশ কোন খেলার সঙ্গে যুক্ত ?
(d) 1755
(d) দাবা
(a) ব্রাজিল
(a) ব্যাডমিন্টন
(b) পোলো
(c) বাস্কেটবল
22.2021 সালে ফিফা অনুর্ধ্ব 17 মহিলা বিশ্বকাল
অনুষ্ঠিত হবে কোন দেশে?
(b) অস্ট্রেলিয়া
(c) ভারত
(d) ইংল্যাণ্ড
23. সম্প্রতি কম্পট্রোলার
অ্যান্ড অডিটর জেনারেল
(CAG) নিযুক্ত হলেন কে?
(a) রাজীব মেহধবি
(b) রাজীব খুল্লার
(c) রঘুরাম রাজন
(d) গিরিশচন্দ্র মুর্ছ
24. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের (ADB) বর্তমান
ডাইস প্রেসিডেন্ট কে হলেন ?
(a) রজনীশ কুমার
(b) উর্জিত প্যাটেল
(c) অশোক লাভাসা (d) রঘুরাম রাজন
25. সম্প্রতি তালিকা অনুসারে ভারত কয়লা উৎপাদনে
কততম স্থান দখল করল ?
(a) প্রথম
(b) দ্বিতীয় (d) চতুর্থ
(c) তৃতীয়
---ENGLISH---
Question No.-
Correction of Errors Question No. 26 to 28
26.
(a)
No stronger
(b) a figure than his (d) the history
(c) is prescribed
(e) No error
27. (a) Man is
(c) of
(e) No error
28.(b) a member (d) the society
(a) It takes (c) kindness you have shown to me
(c) old (a) active
(b) two to
(d) No error
29. PANACEA (Synonyms)
(a) flatter
(b) praise
(c) inactivity
(d) cure-all
30. ENERGETIC (Antonyms)
(b) weak
(d) lethargic
31. Ordinary remarkes often repeated
(One word)
(a) platitude (b) flatitude
(c) culatitued
(d) megatitude
32. Tall talk (Idioms)
(a) a familiar person (b) boastful talk
(c) a sweet song (d) interesting story Choose the preposition question No.
33 to 35
33.He can use your knife to cut it
(a) off (c) with
(b) of (d) through
(e) in
34.He spoke to me the pockets.
his hands in
(a) by
(b) with
(c) in
(d) of
(e) out
35. Tired reading he retired to bed.
(a) with
(b) of
(c) from (d) throug
(e) off
36. Look Down Upon (Group verbs)
(a) hate (c) die
(b) reject(d) ignore
37. AUGURY (Synonyms)
(a) omen
(b) wistful
(c) meticulous
(d) timid
38.GIVE IN (Phrasal verbs)
(a) support (c) leave
(b) surrender(d) None of these
39. CAVITY (Antonyms) (a) extention
(c) retain
40. PULL OFF (Idioms) (a) agree
(b) halt
(b) probably (d) fixed
(a) tour
(c) stride
(c) make cover (d) separative by pulling
(e) demolish
41.
To walk with slow or regular
steps.
(One word)
(b) limp
(d) race advance
42. GIVE AWAY (Group verbs)
(a) distribute
(b) take
(c) donate
(d) None of these
Choose the misspelt words question
no. 43 to 45
43. (a) Disappoint
(b) Disciplin
(c) Does
(d) During
44. (a) Intelligent
(b) Intersting
(c) Interfer
(d) Interpretation
45. (a) Writing (c) Divition
(b) Diary
(d) Eclipse
Fill in the space with an infinitive :
46.-------fault is easy.
(a) to begin (c) to read
(b) to bury
(d) to find
47. Change the voice below this question:Promises should be kept.
(a) You should have kept your promises.
(b) One must keep one's promises.
(c) You had to keep promises.
(d) Promises should have been kept.
48. Change the Direct/ Indirect, below this
question:Sahil said to Rohit, "I don't have the (a) Sahil told Rohit that he did not have
car key."
ault is easy.
the car key. (b) Sahil told Rohit that he don't have the
car key.
(c) Sahil told Rohit that he was not having
the car key.
(d) Sahil told Rohit that he is not having the car key.
49.Read the question and choose the correct option:
1. This summer was the most P. to believe that next
Q. and we have reason
R. scorching in living memory
S. year and the year after 6. will be hotter still
(a) SRPQ
(b) SPQR
(c) QSPR
(d) RQPS
50. Find the correctly spelt word:
(a) hygene
(b) higene
(c) hygiene
(d) higiene
গনিত
নির্দেশ - 51-70
51. দুটি সংখ্যার যোগফল 58 এবং তাদের বর্গের
পার্থক্য 5801 সংখ্যা দুটির পার্থক্য কত?
(a) 12
(b) 29
(c) 16
(d) 10
52. 3/2 a+b হলে,
(a) 39
10 (b)
(c) 217
12 (d)
53. (0.96)²+0.096
(a) 1.06
(b) 0.97
(c) 0.86
(d) 0.95
54. একটি চোঙের ব্যসার্ধ দ্বিগুন করা হলে, সেটির আয়তন কত শতাংশ বৃদ্ধি পাবে ?
(a) 400%
(c) 200%
(b) 300%
(d) 100%
55. A नল B নলের 5 গুন ক্ষমতাসম্পন্ন। A नল 24মিনিটে একটি চৌবাচ্চা জলপূর্ণ করতে পারে। একত্রে এই দুটি নল দ্বারা খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হতে কত সময় লাগবে?
(b) 28 মিনিট
(d) 16
(a) 22 মিনিট (c) 20 মিনিট
66,
B, C এর 3 ন কর্মক্ষম। যদি তারা দুজনে একত্রে 12 দিনে একটি কাজ করে, তবে B একা কাজটি
কতদিনে করতে পারবে? (a) 24 দিন
(b) 18 দিন
(d) 15 দিন
(c) 16 দিন
57. একটি ট্রাকের গতিবেগ 10 কিমি/ঘন্টা বৃদ্ধি করা
হলে, 72 কিমি পথ অতিক্রম করত 36 মিনিট কম
সময় লাগত। ট্রাকটির প্রকৃত গতিবেগ কত?
(a) 45 কিমি / ঘন্টা
(c) 35 কিমি/ঘন্টা
(b) 30 কিমি/ঘন্টা
(d) 40 কিমি/ঘণ্টা
58. একজন বিক্রেতা ক্রয়মূল্যের কত শতাংশ বেশি
মূল্য দ্রব্যের জন্য ধার্য করবে, যাতে 12.5% ছাড়
দেওয়ার পরেও সে 5% লাভ করে ?
(a) 20%
(b) 25%
(c) 15%
(d) 17.5%
59. সুদের পর্ব 3 মাস হলে, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদে
8000 টাকার 3 মাসের সুদ আসল কত হবে?
(a) 8200 টাকা (b) 8250 টাকা
(c) 8100 টাকা
(d) 8150 টাকা
60.
বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদে ও বছরের সুদের পরিমান 630.50 টাকা হলে আসলের পরিমান
কত?
(a) 3000 টাকা
(c) 4000 টাকা
(b) 1261 টাকা
(d) 1200 টাকা
61. A, B তুলনায় তিনগুন পরিমান মূলধন ি
পরিমান সময়ের জন্য বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। B-এর বার্ষিক লভ্যাংশ 4000 টাকা হলে, মোট লাভের পরিমান কত?
(a) 14000 টাকা
(b) 20000 Set
(c) 24000 টাকা (d) 28000
62. 4 ঘন্টা 30 মিনিটের সময়সীমা একটি দিনের কত
শতাংশ ?
(a) 20%
(c) 19%
3 (d) 18-% 4
63.
কান্তি 9000 টাকা মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 5 মাস বাদে সুধাকর 8000 টাকা ব্যবসায় বিনিয়োগ করে। বছরের শেষে মোট লাভ 6970 টাকা হল, সুধাকরের লভ্যাংশ
কত ?
(a) 3864 টাকা
(b) 2380 টাকা
(c) 1883.78 টাকা
(d) 3690 টাকা
64. 108 টাকা বিনিয়োগ করে বার্ষিক আয়ের পরিমান 6 টাকা হলে, 3000 টাকা বিনিয়োগ করলে বার্ষিক আয়ের পরিমান কত হবে?
(a) 190 টাকা
(b) 172 টাকা
(c) 1662 ০ টাকা
(d) 180 টাকা
65. একটি দ্রব্য 40 টাকায় বিক্রি করে 40% ক্ষতি হয়। দ্রবটি ৪০ টাকায় বিক্রি করেেল
(a) 10% লাভ হবে
(b) 20% ক্ষতি হবে
(c) 10% ক্ষতি হবে (d) 20% লাভ হবে 66.4 জন পুরুষ বং 6 জন মহিলা একই কাজ একত্রে ৪ দিনে করে আবার 3 জন পুরুষ এবং 7 জন মহিলা একই কাজ একত্রে 10 দিনে করে। 10 জন মহিলা কাজটি কত দিনে করবে?
(a) 40 দিনে
(b) 36 দিনে
(c) 32 দিনে
(d) 24 দিনে
67. দুটি সংখ্যার গ.সা.গু এবং ল.সা.গু যথাক্রম 35
এবং 420 হলে, সংখ্যা দুটির সর্বনিম্ন যোগফল
কত ?
(a) 210
(b) 300
(c) 245
(d) 70
68. 7500+ (1250 +50) = ?
(a) 7525
(b) 6575
(c) 300
(d) 175
70. 3 টি সংখ্যার মধ্যে, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির দ্বিগুন এবেং তৃতীয় সংখ্যাটির অর্ধেক।
যদি 3 টি সংখ্যার গড় হয় 56, তবে প্রথম এবং তৃতীয় সংখ্যাটির পার্থক্য হল-
(a) 24
(b) 48
(c) 20
(d) 12
(জি. আই)
এ প্রশ্নগুলি দেখতে কিংবা উত্তরসহ সমস্ত তথ্য পেতে আমাদের প্রত্যেকের আশায় ইউটিউব চ্যানেল রয়েছে তাতে সবাই যুক্ত হয় এবং চাকরি-বাকরি আপডেট এবং চাকরি-বাক্যের সমস্ত রকম প্রশ্ন তোমরা সেখান থেকে পেয়ে যাবে।
0 Comments