Bihar Gram Swaraj Yojna Society
নিচে দেওয়া বিশদ অনুযায়ী বিহার গ্রাম স্বরাজ যোজনা সোসাইটি bgsys-এর জন্য নিম্নলিখিত আউটসোর্সড পোস্ট নির্বাচনের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে অনলাইন আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে।
এখানে তোমরা পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকেও কিন্তু এপ্লাই করতে পারবে ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেটরা তো অবশ্যই যারা ভাবছো যে এপ্লাই করবে তো এপ্লাই ঠিক করে ফেলো অনলাইনের মাধ্যমে আবেদন তোমরা জানো নিশ্চয়ই এবং উপরে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করো এবং ভিডিওটি দেখো এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করত কিন্তু একদম ভুলবেনা।
Post neme- Accountant cum IT
Assistant (One for each Panchyat)
Education qualification-প্রয়োজনীয় যোগ্যতা
বি.কম/এম.কম/সিএ ইন্টার। সিএ ইন্টার শিক্ষাগত যোগ্যতার সনদধারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
👇আবেদনের নোটিফিকেশন লিংক👇
0 Comments